নিরাপদ বাংলাদেশ শুধু একটি উদ্যোগ নয় — এটি একটি স্বপ্ন, একটি অঙ্গীকার। এই দেশের প্রতিটি মানুষ যেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, প্রযুক্তি, কৃষি, খাদ্য ও বিনোদনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, আস্থা ও গুণগত সেবা পান — সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
আমরা বিশ্বাস করি, নিরাপত্তা আর মানের সঙ্গে কোনো আপস চলে না। একজন শিক্ষার্থী হোক বা ভ্রমণকারী, কৃষক হোক বা প্রযুক্তিপেশাজীবী — প্রত্যেকের পাশে আমরা আছি এক নির্ভরতার প্রতীক হয়ে।
আমরা “নিরাপদ এডুকেশন” থেকে শুরু করে “নিরাপদ টিভি” ও “নিরাপদ এগ্রো”-র মতো নানা খাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি বিভাগই দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভিত্তি গড়ে তোলার স্বপ্নে অঙ্গীকারবদ্ধ।
আমি কৃতজ্ঞ সেই সকল মানুষদের প্রতি, যারা আমাদের এই যাত্রায় সহযোগী হয়েছেন।
চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি নিরাপদ, স্বচ্ছ ও সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ।
– চেয়ারম্যান
নিরাপদ বাংলাদেশ